ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিনটি ফিলিং স্টেশনকে পৌনে পাঁচ লাখ জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
তিনটি ফিলিং স্টেশনকে পৌনে পাঁচ লাখ জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিনটি ফিলিং স্টেশনকে পৌনে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যৌথভাবে এ অভিযান চালায় র‌্যাব ও বিএসটিআই।

অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

বিএসটিআই’র চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মো. শাফায়াত হোসেন বাংলানিউজকে বলেন, ক্রেতাদের পরিমাণে তেল কম দেয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।


অভিযানে অলংকার মোড়ের বন্দরগাঁও ফিলিং স্টেশনকে ৩ লাখ, খুলশীতে শাহ আমিন ফিলিং স্টেশনকে ২ লাখ এবং লালখানবাজারের এস এইচ খান ফিলিং স্টেশনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।