ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিলবোর্ড উচ্ছেদে আবার অভিযান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বিলবোর্ড উচ্ছেদে আবার অভিযান শুরু

চট্টগ্রাম: দেশের দ্বিতীয় বৃহত্তম নগরীর চট্টগ্রামকে বিলবোর্ড আগ্রাসন থেকে রক্ষায় আবার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বায়েজিদ থানার অক্সিজেন মোড় ও বঙ্গবন্ধু অ্যাভেনিউতে যৌথ অভিযান পরিচালনা করে।



গুরুত্বপূর্ণ এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও চউক ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। অভিযানে তিনটি অবৈধ বিলবোর্ড ও দুটি খুঁটি অপসারণ করা হয়।
দুই সংস্থার সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারী, বায়েজিদ থানা ও নগর পুলিশ অভিযানে সহায়তা দেন।

নাজিয়া শিরিন বাংলানিউজকে জানান, চসিকের অনুমোদন না নিয়ে অক্সিজেন মোড় ও বঙ্গবন্ধু অ্যাভেনিউতে (অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক) কিছু বিজ্ঞাপনী সংস্থা বিলবোর্ড স্থাপন করেছে। সেগুলো সিডিএর সঙ্গে যৌখভাবে উচ্ছেদ করা হয়েছে।

তিনি জানান, পর্যায়ক্রমে নগরীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে।    

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এআর/টিসি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।