ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিছিল করায় পটিয়ায় বিএনপির মেয়র প্রার্থীকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
মিছিল করায় পটিয়ায় বিএনপির মেয়র প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম: নির্বাচনী প্রচারণার সময় মিছিল করায় পটিয়া পৌরসভায় বিএনপি দলীয় প্রার্থী তৌহিদুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং অফিসার।   তাকে শুক্রবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মোতাহেরুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন।   অভিযোগ আমলে নিয়ে সন্ধ্যায় বিএনপির প্রার্থীর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়।
 

পটিয়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে মেয়র প্রার্থী তৌহিদুল আলম দু’শ থেকে তিন’শ লোক নিয়ে মিছিল করেন বলে অভিযোগ পেয়েছি।   আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থীকে শোকজ করে শুক্রবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র-৪ এর ৮ (ক) তে বলা হয়েছে, ঘরোয়া সভা ও পথসভা ছাড়া কোন প্রার্থী প্রচারণার সময় জনসভা বা শোভাযাত্রা করতে পারবেনা।

পটিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের হারুনুর রশিদ (নৌকা), বিএনপির তৌহিদুল আলম (ধানের শীষ), জাতীয় পার্টির শামসুল আলম মাষ্টার (লাঙল) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী মো.ইব্রাহিম (নারকেল গাছ) প্রতিদ্বন্দ্বিতায় আছেন।  

৩০ ডিসেম্বর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরডিজি/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।