ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ওরশ মাহফিল থেকে ছয় মাদ্রাসা ছাত্র আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
চট্টগ্রামে ওরশ মাহফিল থেকে ছয় মাদ্রাসা ছাত্র আটক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি ওরশ মাহফিল থেকে ছয় মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।   তারা নাশকতার জন্য সেখানে জড়ো হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঐতিহ্যবাহী জিয়াউল হক মাইজভাণ্ডারির ওরশ মাহফিল থেকে তাদের আটক করা হয়েছে।  

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস আই) সাদেকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওরশ মাহফিলের মধ্যে ছয়জন কওমি মাদ্রাসার ছাত্রকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবকরা তাদের আটক করে রাখেন।
  পরে আমাদের খবর দিলে আরমা গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

‘ছয়জনের মধ্যে তিনজন নাজরহাট বড় মাদ্রাসায় এবং বাকি তিনজন হাটহাজারী বড় মাদ্রাসার ছাত্র।   কওমি মাদ্রাসার ছাত্র হিসেবে তাদের তো ওরশ মাহফিলে যাওয়ার কথা নয়।   আমাদের ধারণা তারা নাশকতার উদ্দেশ্যে অথবা রেকি করার জন্য সেখ‍ানে গিয়েছিল। ’ বলেন এস আই সাদেকুল।

জিজ্ঞাসাব‍াদের পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।