ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় আগুনে ৩০ ঘর পুড়ে ছাই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বাকলিয়ায় আগুনে ৩০ ঘর পুড়ে ছাই ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজারের কাছে আবদুল লতিফের হাট এলাকায় আগুন লেগে ৩০টি কাঁচা ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে ওই এলাকার বড় মৌলভী সাহেবের বাড়ির কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।



ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর জানান, কলোনির একটি ঘরের জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
কিন্তু ততক্ষণে আসবাবপত্র ও নগদ টাকাসহ কলোনির ৩০টি ঘর পুড়ে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরডিজি/টিসি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।