ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌ-যান ধর্মঘট প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
নৌ-যান ধর্মঘট প্রত্যাহার ফাইল ফটো

চট্টগ্রাম: জাহাজের মাস্টার ও সুকানি উদ্ধার হওয়ায় নৌ-যান ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। জাহাজে ডাকাতি ও অপহরণের ঘটনায় শুক্রবার রাত ১২টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি।



শনিবার সকাল থেকেই নৌ-যান চলাচল করছে বলে জানিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে লক্ষ্মিপুর জেলার রামগতি উপজেলার নৌ-পথে এমভি বিউটি অব ভাগ্যকুল জাহাজে ডাকাতি হয়।
এসময় ডাকাত দল জাহাজের মাস্টার ও সুকানিকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নৌ-পথে ডাকাতি বন্ধ এবং মাস্টার ও সুকানি উদ্ধারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলাম। কিন্তু প্রশাসন শুক্রবার রাতেই দুইজনকে উদ্ধার করে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

বাংলাদেশ সময়: ১২৩৫ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমইউ/টিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।