ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ

ষষ্ঠ শ্রেণির শেষ, চলছে সপ্তম শ্রেণির পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ষষ্ঠ শ্রেণির শেষ, চলছে সপ্তম শ্রেণির পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর সরকারি স্কুলে ভর্তি যুদ্ধের দ্বিতীয় পর্বে চলছে সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা।   শনিবার দুপুর একটায় নগরীর দুইটি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

  বিকেল তিনটায় পরীক্ষা শেষ হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ৪৫টি আসনের বিপরীতে সপ্তম শ্রেণির ভর্তি আবেদন জমা পড়েছে ৮৬৬টি।
ভর্তি পরীক্ষায় আবেদন করা ৮৬৬ জনের মধ্যে ৬৪৯ জন ছাত্র ও ২১৭ জন ছাত্রী।  

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বালক শাখায় পরীক্ষা দিচ্ছে ৬৪৯ জন এবং বালিকা শাখায় ২৬৪ জন।  

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ৬৫৫টি আসনের বিপরীতে ৮ হাজার ৩৪০জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিল। এদের মধ্যে ৫ হাজার ২৭২ জন ছাত্র ও ৩ হাজার ৬৮জন ছাত্রী।

সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম পর্বে ২২ ডিসেম্বর (মঙ্গলবার) পঞ্চম ও অস্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।   ২৯ ডিসেম্বর এসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
টিএইচ/আইএসএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।