ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব সোমবার শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব সোমবার শুরু

চট্টগ্রাম: নগরীর জে এম সেন হলে সোমবার শুরু হচ্ছে মহান চরিত্র গঠন আন্দোলনের মহানায়ক অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব উৎসব। চট্টগ্রাম অখণ্ডমণ্ডলী এ উৎসবের আয়োজন করেছে।



দুইদিন ব্যাপি উৎসবের প্রথমদিন সোমবার ভোর সাড়ে ৬টায় হরিওঁ কীর্ত্তন সহকারে নগর পরিক্রমা, সকাল ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনায় স্বেচ্ছা-রক্তদান, সাড়ে ১০টায় শিশু-কিশোরদের স্বরূপানন্দ বাণী লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতা, দুপুর পৌনে ২টায় কীর্ত্তন, আড়াইটায় যুব ও মাতৃ সম্মেলন, রাত ৮টায় আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উৎসবের দ্বিতীয়দিন মঙ্গলবার সকাল ৮টায় পবিত্র অখণ্ড-সংহিতা পাঠ, সাড়ে ৮ টায় সমবেত উপাসনা, ১০টায় যৌগিক আসন-মুদ্রা প্রদর্শন, পৌনে ১১টায় শিশু-কিশোর অনুষ্ঠান এসো হে জ্যোতির্ম্ময়, ১২টায় স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান, দুপুর ১টায় ব্রহ্মগায়ত্রী ও হরিওঁ কীর্ত্তন, বেলা ৩টায় চরিত্র গঠন বিষয়ক ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে।


চরিত্র গঠন বিষয়ক ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

বাংলাদেশ সময়: ১৪২০ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।