ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম সুসজ্জিত-বর্ণাঢ্য র‌্যালি

গাউছুল আজম কনফারেন্স সোমবার লালদীঘি মাঠে

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
গাউছুল আজম কনফারেন্স সোমবার লালদীঘি মাঠে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অরাজনৈতিক তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের গাউছুল আজম কনফারেন্স সোমবার (২৮ ডিসেম্বর) লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে।

বেলা একটায় শুরু হবে সম্মেলন।

  প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ আওলাদে রাসূল হজরতুলহাজ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।   এতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদরা আলোচনায় ‍অংশ নেবেন।


কনফারেন্সের প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৬ ডিসেম্বর) দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।   রাউজান কলেজ থেকে শুরু হয়ে পাহাড়তলি, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে নোয়াপাড়া, মদুনাঘাট, নজু মিয়াহাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, লালদীঘি, নিউমার্কেট, জুবিলি রোড, লালখান বাজার, জিইসি মোড়, দুই নম্বর গেট, বায়েজিদ গাউছুল আজম সিটি, অক্সিজেন হয়ে হাটহাজারী-রাঙামাটি সড়ক দিয়ে র‌্যালিটি রাউজান সদরে শেষ হয়।

কনফারেন্স উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও নগরীতে সুসজ্জিত তোরণ, বিলবোর্ড, ফেস্টুন, প্ল্যাকার্ড উত্তোলন আর মাইকিং ব্যাপক সাড়া জাগিয়েছে।

কনফারেন্সের প্রস্তুতি সম্পর্কে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া বাংলানিউজকে বলেন, আমাদের ২৮৪টি সাংগঠনিক শাখা আছে।   প্রায় প্রতিটি শাখা থেকে বাস নিয়ে লোকজন আসবেন কনফারেন্সে।   ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শাখাগুলোর প্রতিনিধিরা চট্টগ্রাম এসে পৌঁছেছেন। আশা করছি, প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।   ইতোমধ্যে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি।   

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
টিসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।