ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শাহাদাতের ত্রাণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বাকলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শাহাদাতের ত্রাণ বিতরণ

নগরীর পূর্ব বাকলিয়া বলিরহাট শাহাজী পাড়ায় অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন।

চট্টগ্রাম: নগরীর পূর্ব বাকলিয়া বলিরহাট শাহাজী পাড়ায় অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন।

বুধবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পরিদর্শনকালে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন ডা.শাহাদাত হোসেন।

অগ্নিকাণ্ডে নিহত দম্পতির মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিহত এতিম শিশু ও ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।   

ডা. শাহাদাত হোসেন অগ্নিকাণ্ডে নিহত দম্পত্তির এতিম দুই বৎসরের শিশুটি বড় হওয়া পর্যন্ত ট্রিটমেন্ট থেকে বিনা পয়সায় চিকিৎসা ও লেখাপড়ার খরচ বহন করার প্রতিশ্রুতি দেন। আগামীতে ক্ষতিগ্রস্থ পরিবারে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ত্রাণ বিতরণকালে বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু, বিএনপি নেতা নবাব খান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. তৈয়ব, ইসহাক চৌধুরী আলিম, মো. মহিউদ্দীন, হাশেম সওদাগর, আব্দুল্লাহ আল ছগির, মুজিবুর রহমান, মো. জসিম উদ্দীন, মো. ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।