ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মুক্তির সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
‘মুক্তির সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে’ এম কফিল উদ্দিনের স্মরণসভায় বক্তব্য রাখছেন ড. অনুপম সেন

চট্টগ্রাম: বরেণ্য বুদ্ধিজীবী একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, বাঙালি আজন্ম অধিকার আদায়ে সংগ্রাম করে গেছে।  প্রতিটি জাতীয় দিবস অর্জনের পেছনে বাঙালির রক্ত ঝরেছে। সংগ্রাম করতে হয়েছে। বাঙালির গৌরবের ইতিহাস রয়েছে।

রোববার চেরাগী পাহাড়ে সুপ্রভাত স্টুডিও হল মিলনায়তনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর শাখার উদ্যোগে সাবেক সাংসদ এম কফিল উদ্দিনের স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন।

ছয়দফার ঘোষণা তিনি চট্টগ্রাম থেকে দিয়েছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি।
তবে পুরোপুরি মুক্তি অর্জিত হয়নি। মুক্তির সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা সে সংগ্রাম করছেন। তাকে আমাদের অকুণ্ঠ সমর্থন জানাতে হবে। তিনি জাতিকে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন।

তিনি বলেন, এম কফিল উদ্দিনের মতো নেতারা জাতিকে আজ এ পর্যায়ে নিয়ে এসেছেন। তারা আমাদের প্রেরণা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সরওয়ার আলম মনি। সদস্য সচিব মো. হোসেন সরওয়ার্দীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহমদ, নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, শহীদ পরিবারের সন্তান চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহাম্মদ, সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য বখতিয়ার ফারুক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন দেলু, কাজী রাজেশ ইমরান, মরহুমের কনিষ্ঠ পুত্র মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহেদ মুরাদ সাকু, মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, নগর ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান রুমি, নগর ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, এরফানুল মান্নান কনক, ওয়ার্ড যুবলীগ নেতা আমিনুল ইসলাম আজাদ, বিপ্লব দাশ।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, অলিউর রহমান সোহেল, জাফর আহমদ, জহির উদ্দিন সুমন, আফাজ উদ্দিন আবছার, এম আর কামরুল ইসলাম, ইয়াসিন ভূইয়া, বিমল দাশ, এম কে জামান, মিঠুন দাশ, অভি দেব, আশরাফুল আলম সিদ্দিকী, সাঈদ খান আবিদ, জনি দেব, পিন্টু দত্ত, সুব্রত দাশ, বাপ্পা দাশ, বালি দাশ, সুমন চক্রবর্ত্তী, সুজন সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।