ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মার্কেটের গুদামে নিষিদ্ধ পলিথিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
মার্কেটের গুদামে নিষিদ্ধ পলিথিন

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানাধীন গোলাম রসূল মার্কেটের গোডাউন থেকে ৫৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করেছে পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাথার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারী) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গোলাম রসুল মার্কেটের সিফাত এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৫০০ কেজি ও জাহিদ স্টোর থেকে ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে সিফাত এন্টারপ্রাইজকে ৫০ হাজার এবং জাহিদ স্টোরকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক ফখর উদ্দীন চৌধুরী, পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারী ৪, ২০১৭
এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।