ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রীমা কমিউনিটি সেন্টারের কার্যক্রম ‘আপাতত’ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
রীমা কমিউনিটি সেন্টারের কার্যক্রম ‘আপাতত’ বন্ধ আসকার দীঘির পাড়ের রীমা কমিউনিটি সেন্টার। ফাইল ফটো

চট্টগ্রাম: বন্দরনগরীর আসকার দীঘির পাড়ে রীমা কমিউনিটি সেন্টারে প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনে হতাহতের ঘটনায় ওই কমিউনিটি সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি জানান।  

তিনি জানান, ঘটনার পর থেকে রীমা কমিউনিটি সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত কমিটির প্রতিবেদনে যদি এখানকার কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তখন ব্যবস্থা নেওয়া হবে।
আর কোনো কিছু না পেলে তা তাদের বুঝিয়ে দেওয়া হবে।  

‘তবে ওই ঘটনায় হতাহতের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিউনিটি সেন্টারের কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। ’

সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। আহত হন আরও অনেকে।  

এদিকে ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।  

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলও এ ঘটনার তদন্ত দাবি করেছেন।

আরও পড়ুন>> 
** 
মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহত ১০

তিনি বলেন, অসাবধানতাবশত এ ঘটনা ঘটনা ঘটেছে কি না, তা আমরা জানতে চাই। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখলেই বিষয়টি জানা যাবে।  

রীমা কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ মান্নান জানান, কমিউনিটি সেন্টারের কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থাকলেও সেটি হয়নি।

এছাড়া চলতি সপ্তাহেও তাদের কমিউনিটি সেন্টারে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের বুকিং ছিল বলে জানান তিনি।

গত ১৪ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।