ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, দুই চালক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, দুই চালক আহত গিরীশ চৌধুরী বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে

চট্টগ্রাম: পটিয়ার গিরীশ চৌধুরী বাজার এলাকায় দোহাজারীমুখী ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী চারটি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে দোহাজারী যাওয়ার পথে কমল মুন্সীর হাটের গিরীশ চৌধুরী বাজার এলাকায় রেললাইনে আটকা পড়া বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয় এবং ট্রাকটি খাদে পড়ে যায়।

সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায় ট্রেনটিতে প্রচুর যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর তাদের গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেনচালক আমির হোসেন হাতে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখার বাংলানিউজকে জানান, পটিয়ার চক্রশালায় একটি অননুমোদিত লেবেল ক্রসিংয়ের ওপর বালু বোঝাই ট্রাক বিকল ছিল। দোহাজারীগামী ট্রেনটি যাওয়ার পথে ওই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। পাহাড়তলী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।