ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু আকতার আহমেদ

চট্টগ্রাম: প্রতিদিনের মতো সকালে ভবনের ছাদের বাগানে লাগানো ফুলের গাছে পানি দিচ্ছিলেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আকতার আহমেদ (৭৫)। কিন্তু এদিন পানি দেওয়া শেষে আর বাসায় ফিরে যেতে পারেননি তিনি।

পানি দেওয়ার সময়েই পা পিছলে তিনি পড়ে যান নিচে। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলেও বাঁচানো যায় নি তাকে।

এর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অবসরপ্রাপ্ত এই শিক্ষক।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

জেলা পুলিশের মেডিকেল ১ টিমের উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, পশ্চিম বাকলিয়ার ১৩৭ নম্বর ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন আকতার আহমেদ। তিন তলা ওই ভবনের ছাদের বাগানে ফুল গাছ লাগানো হয়েছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে নামাজ সেরে সেই বাগানে পানি দিতেন তিনি। শুক্রবার পানি দেওয়ার সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। এতে মাতাসহ শরীরের বিভিন্ন জায়গায় তিনি গুরুতর আঘাত পান। পৌনে আটটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।