ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বরূপানন্দের বাণী মানলে দেশে হানাহানি হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
স্বরূপানন্দের বাণী মানলে দেশে হানাহানি হবে না স্বরূপানন্দের বাণী মানলে দেশে হানাহানি হবে না

চট্টগ্রাম: সৎ ও চরিত্রবান লোকেরা সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, স্বরূপানন্দ পরমহংসদেব চরিত্র গঠনে যে বাণী প্রচার করেছেন তা পালন করলে দেশে কোন হানাহানি হবে না।  

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর আয়োজনে শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আর্বিভাব উৎসব উপলক্ষে চরিত্রগঠন বিষয়ক ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর জে এম সেন হল প্রাঙ্গনে চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর সহ-সভাপতি অ্যাডভোকেট সুধীর রঞ্জন তালুকদারের সভাপতিত্বে সভায় বীরেন সিকদার আরও বলেন, চরিত্রের কাছে মানুষের মস্কক নত হয়।

কেননা সৎ চরিত্রের মানুষ সমাজে সর্বদা সম্মানিত। তাই তো স্বামী স্বরূপানন্দের বাণীর মর্মবাণীতে ব্রহ্মচর্য পালন, উপাসনা, যোগ ব্যায়াম ও মহৎকর্মকাণ্ডের মাধ্যমে সুন্দর চরিত্র গঠনে জোর দিয়েছেন।
অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি হতে হবে স‍ৎ ও নিষ্ঠাবান।  সুন্দর চরিত্রমানুষকে অনেক বড় করে তোলে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রীতিকে আরও বেশি তরান্বিত করতে বর্তমান সরকারের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজের উদ্বোধনে সভায় মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম শংকর ও মঠ মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অর্ধেন্দু বিকাশ রুদ্র, দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক অরুণ দাশগুপ্ত, চবি পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, পাথরঘাটার হলি রোজারী চার্চের ফাদার রিগান ডি কস্তা ও দেওয়ানজী পুকুরপাড়ের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কেন্দ্রের কার্যকরী সভাপতি সজীব সিংহ।  

ওম প্রকাশ বিশ্বাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আর্বিভাব উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ মজুমদার।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad