ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানচিত্রে চট্টগ্রাম যতদিন, ততদিন চট্টল বীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
মানচিত্রে  চট্টগ্রাম যতদিন, ততদিন চট্টল বীর ছবি মার্কিনপ্রবাসী সাংবাদিক জোবাইর হোসেন সিকদারের টাইমলাইন থেকে নেওয়া।

চট্টগ্রাম: ‘বাংলাদেশের মানচিত্রে যতদিন বীর চট্টগ্রাম থাকবে, ততদিন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী থাকবেন। চট্টগ্রামের মানুষ কখনো চট্টলার সফল বীরকে ভুলবে না।’ বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার বন্ধু, সহযোদ্ধা চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে আমি শোকাহত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।

আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পরলে ঢাকা অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তখন মহিউদ্দিন চৌধুরীও ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
সেই সময় ডাক্তার আমাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী ৫ ডিসেম্বর রাতে আমাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাকালীন সময় আমার প্রাণপ্রিয় বন্ধু, সহযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতির সুপরামর্শক চট্টগ্রামের মহাননেতা মহিউদ্দিনকে হারালাম। ’

‘আমি পারিনি বন্ধু মহিউদ্দিনের জানাজায় অংশগ্রহণ করতে। পারিনি শেষবার দেখতে। সে অসুস্থ হওয়ার কদিন আগে নগরীর চশমা হিলের বাসায় যাই আমি। তার সেই শোবার ঘরে আর বইঠক খানায় তার সাথে চট্টলায় আমার শেষ কথা। ’

‘আমি সিঙ্গাপুর থেকে এসে এখনও শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ডাক্তারের পরামর্শক্রমে কোথাও যেতে পারছি না। পারি নি একবার বন্ধু মহিউদ্দিনের কবরের কাছে যেতে। নিজেকে বুঝাতে পারছি না। হয়তো মনের ভিতরটাকে বুঝাতে পারব না। আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে চট্টগ্রাম যাব। তখন চশমা হিলে কবরের মাটির উপরটা দেখবো। তখন আর দেখব না সেই মেহেনতি মানুষের নেতা, আমার প্রিয় বন্ধুকে। আর আমাকে কেউ হুজুর আইয়ুন (হুজুর আসেন) বলবে না তার চট্টগ্রামের চশমা হিলের বাসায়। ’

শেষের দিকে মঈনউদ্দিন খান বাদল আরও বলেন, ‘আমি হয়তো মনের অগোচরে বলবো আই আইলাম হুজুর তোয়ার কবরের কাছে। এমন নেতা হারালো চট্রগ্রাম; যা অপুরণীয় ক্ষতি হল বীর চট্টলার এবং স্বাধীন বাংলাদেশের। বাংলাদেশের মানচিত্রে বীর চট্টগ্রাম যতদিন থাকবে, মানুষ ততদিন ভুলবে না সেই চট্টলার সফল বীরকে। ’

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।