ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৮১.১৭ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৮১.১৭ শতাংশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩১৫ জন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বাংলানিউজকে জানান, জেএসসি পরীক্ষায় এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৭ শতাংশ।

শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২১২টি স্কুলের ১ লাখ ৮৩ হাজার ৬০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৪৬ হাজার ৮১৪ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ১২৭টি কেন্দ্রে ৭৫৯টি স্কুলের ১ লাখ ২৮ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম মহানগরীতে ৩৯টি কেন্দ্রে ২০৭টি স্কুলের ৪২ হাজার ৮৪৪ জন, কক্সবাজার জেলায় ৩৩টি কেন্দ্রে ১৭২টি স্কুলের ২৬ হাজার ৭৩০ জন, রাঙামাটি জেলায় ২৩টি কেন্দ্রে ১২৭টি স্কুলের ১১ হাজার ১৬২ জন, খাগড়াছড়ি জেলার ২২টি কেন্দ্রে ১০০টি স্কুলের ১১ হাজার ২৮৬ জন ও বান্দরবান জেলায় ১৩টি কেন্দ্রে ৫৪টি স্কুলের ৫ হাজার ৪৯৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।