ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

থার্টি ফার্স্ট

সূর্যাস্তের আগেই ছাড়তে হবে বিনোদনকেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
সূর্যাস্তের আগেই ছাড়তে হবে বিনোদনকেন্দ্র ছবি গুগল থেকে নেওয়া (প্রতীকী)

চট্টগ্রাম: বন্দরনগরীর পতেঙ্গা ও পারকি সমুদ্রসৈকত, নেভাল, সিআরবি, কর্ণফুলী সেতু এলাকায় থার্টি ফার্স্টে সূর্যাস্তের পর কাউকে অবস্থান করতে দেবে না পুলিশ।  যারা ইংরেজি বর্ষবিদায়ের জন্য উন্মুক্ত বিনোদনকেন্দ্রে জড়ো হবেন, তাদের সূর্যাস্তের আগেই ঘরে ফিরতে হবে, এমন সিদ্ধান্ত পুলিশের। 

এছাড়া অতিরিক্ত ফোর্সের সঙ্গে এবার নগরজুড়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিমও মাঠে নামাচ্ছে নগর পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) ইংরেজি বছর ২০১৭ বিদায় নেবে।

 সোমবার বিশ্ববাসী স্বাগত জানাবে ২০১৮ সালকে।

বর্ষবিদায়ের শেষ সূর্যাস্ত উপভোগ করতে চট্টগ্রামের কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের তীরে ভিড় করেন বিনোদনপ্রেমীরা।

  প্রতিবছরের মতো এবারও পুলিশ বিনোদনপ্রেমীদের নিরাপত্তায় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর ব্যবস্থা নিয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, ঘরোয়া আয়োজন ছাড়া উন্মুক্ত স্থানে সূর্যাস্তের পর আমরা কাউকে অ্যালাউ করব না।   যা কিছু সূর্যাস্তের আগেই করতে হবে।  

তিনি বলেন, ইউনিফর্ম এবং সাদা পোশাকে প্রায় ১ হাজার পুলিশ বিভিন্ন স্পটে মোতায়েন থাকবে।   শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে।   হোটেল-রেস্টুরেন্টেও থাকবে।   এছাড়া আমরা এবার মোবাইল কোর্টও করব।  

পুলিশের পাশাপাশি প্রায় ৩০০ র‌্যাব সদস্য নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বলে তিনি ‍জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।