ঢাকা, বৃহস্পতিবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জুন ২০২৪, ২৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবার দৃষ্টি লালদীঘির জনসভায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
সবার দৃষ্টি লালদীঘির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চট্টগ্রাম: আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত চট্টগ্রামের ১৬টি আসনে সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচিতি জনসভা ঘিরে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে নেতা-কর্মীদের মধ্যে।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় লালদীঘি ময়দানে এ জনসভা আয়োজন করা হয়েছে।

সুধাসদন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সের জন্য প্রস্তুত লালদীঘি মাঠ।  জানা গেছে, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ “উন্নয়নের ধারায় বাংলাদেশের জয়যাত্রায়, ভোট দিন নৌকায়” স্লোগানে এ পরিচিতি জনসভা আয়োজন করেছে।

সমাবেশ সফল করতে ইতোমধ্যে বর্ধিত সভাও করা হয়েছে।

ভিডিও কনফারেন্সের জন্য বসানো হয়েছে ডিজিটাল স্ক্রিন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, লালদীঘি মাঠের সমাবেশে ৩টার দিকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার কথা রয়েছে। এ সমাবেশে চট্টগ্রামের ১৬টি আসন থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সব আসনের প্রার্থীরাও সমাবেশে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।