ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্রেফতার চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না: খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
গ্রেফতার চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না: খসরু গ্রেফতার চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না: খসরু

চট্টগ্রাম: বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার(২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আগ্রাবাদের ৩৭ নম্বর মুনির নগর এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, গণগ্রেফতার ও গণঅভিযান বন্ধ করতে বলুন।

এসব করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না। জনগণের ভোটের অধিকার আবার কেড়ে নেওয়ার চেষ্টা হলে জনগণ জবাব দেবে।

তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। ভয়-ভীতি উপেক্ষা করে সকলে ভোট কেন্দ্রে যাবেন। গণতন্ত্র মুক্ত করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। মানুষের অধিকার ফিরিয়ে আনবেন।

পরে হুজুরের বাড়ি, কাজিপাড়া, আনন্দবাজার স্কুল, ঘাসি মাঝিরপাড়া, এম এ আজিজ মিয়ার মসজিদ, ইউসুফ আলীসহ বিভিন্ন এলাকায় আমীর খসরু গণসংযোগ করেন।

উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ নুর উল্লাহ বাহার, নগর বিএনপির উপদেষ্টা হাজী কামাল উদ্দিন, নগর বিএনপি’র সহ-সম্পাদক মো. সালাউদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যডভোকেট মো. নেজাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।