ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ৪টি খেলার মাঠ তৈরির ঘোষণা মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
নগরে ৪টি খেলার মাঠ তৈরির ঘোষণা মেয়রের বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় এলে চট্টগ্রাম নগরে ৪টি খেলার মাঠ তৈরির ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (২২ ডিসেম্বর) নগরের এমএ আজিজ স্টেডিয়াম এলাকায় নৌকার পক্ষে ক্রীড়া সংগঠকদের প্রচারণায় মেয়র এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরে আমরা জিমনেশিয়াম করেছি।

আন্তর্জাতিক মানের সুইমিং পুল নির্মাণ শেষে উদ্বোধনের অপেক্ষায় আছে। স্টেডিয়ামের বড় ধরনের সংস্কার হয়েছে।
স্টেডিয়াম পাড়া এখন আধুনিক শহরের প্রতিচ্ছবি। এসব কিছুই আওয়ামী লীগ সরকার করেছে। ক্রীড়ার উন্নয়নে সব ধরনের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন।

নৌকার পক্ষে র‌্যালি করেন ক্রীড়া সংগঠকরা।  ছবি: উজ্জ্বল ধরমেয়র বলেন, সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনপ্রিয় অভিনেতা, দেশ সেরা ক্রিকেটার থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় এবার ক্রীড়া সংগঠকরাও নৌকার পক্ষে মাঠে নেমেছেন। জয় আমাদের হবেই।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন মো. আলমগীর জানান, নৌকার পক্ষে শুধু চট্টগ্রামে নয়, সারা দেশে প্রচারণা চালাবেন ক্রীড়া সংগঠকরা। ২৭ তারিখ পর্যন্ত প্রতিটি ভোটারের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরবেন তারা।

তিনি জানান, নগরের এমএ আজিজ স্টেডিয়ামে একটি নির্বাচনী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে প্রতিদিন সন্ধ্যার পর ক্রীড়ায় সরকারের উন্নয়নের ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। মানুষকে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাবো আমরা।  

প্রচারণায় অংশ নেন নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আলী আব্বাস, সিটি করপোরশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, নির্বাহী সদস্য নোমান আল মাহমুদ, আবু সামা বিপ্লব, সিজেকেএস নির্বাহী সদস্য মশিউর রহমান, ক্রিকেট কমিটির সহ-সভাপতি দিদারুল আলম, কাউন্সিলর দিদারুল আলম, মমিনুল হক, শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা ওহিদ সিরাজ স্বপন, চন্দন ধর, সাবেক জাতীয় খেলোয়াড় নুরুল আবেদীন নোবেল, ফজলে বারী খান রুবেল।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।