ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
পটিয়ায় ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক পটিয়ায় ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক। ছবি: উজ্জ্বল ধর

পটিয়া থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটিয়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

রোববার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির অস্থায়ী ক্যাম্পে আসেন তিনি।

মেজর জেনারেল সাফিনুল ইসলাম বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন।

নির্বাচনে দায়িত্ব পালনে তাদের দিক নির্দেশনা দেন।

ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/BGB-bg220181223121440.jpg" style="margin:1px; width:100%" />এসময় উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আদিল চৌধুরী, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আরেফিন তালুকদার, ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মুনির হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।