ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘোষণার বেশি চকলেট আনায় বন্দরে চালান আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
ঘোষণার বেশি চকলেট আনায় বন্দরে চালান আটক ১ হাজার ৭৮ কেজি চকলেট বেশি নিয়ে আসায় চট্টগ্রাম বন্দরে চালানটি আটক করা হয়

চট্টগ্রাম: ২ হাজার ৫১২ কেজি পণ্য আমদানির ঘোষণা দিয়ে আরও ১ হাজার ৭৮ কেজি বেশি নিয়ে আসায় চট্টগ্রাম বন্দরে একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

রোববার (২৩ ডিসেম্বর) চালানটির ন্যায় নির্ণয়সহ শুল্ককরাদি আদায়ের জন্য কাস্টম হাউসের কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, ঘোষণাতিরিক্ত পণ্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বেগম বাজার এলাকার রিমা ইন্টারন্যাশনাল (BIN:000614345)  নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের চালানটির খালাস কার্যক্রম (বি/ই নম্বর ১৮১৯৫৪৬, ডিসেম্বর ১৩, ২০১৮) স্থগিত করা হয়।

চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ১৮০৭/৮ শেখ মুজিব সড়কের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেফ (এসএএফ) কোম্পানি।

চালানটিতে ২ হাজার ৫১২ কেজি চকলেট আমদানির ঘোষণা থাকলেও কায়িক পরীক্ষায় পাওয়া যায় ৩ হাজার ৫৯০ কেজি।

বাড়তি চকলেটের শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়ায় ১৫ লাখ ৬৮ হাজার ৮২২ টাকা। শুল্ক গোয়েন্দার পদক্ষেপে ৯ লাখ ৯৯ হাজার ৭৬৯ টাকার রাজস্ব সুরক্ষিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।