ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৯৪ লাখ টাকার কম্বলের কাপড়ের চালান আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
৯৪ লাখ টাকার কম্বলের কাপড়ের চালান আটক ৯৪ লাখ টাকার কম্বলের কাপড়ের চালান আটক চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম: ১০০ ভাগ পলিস্টার ফেব্রিক্স ঘোষণা দিয়ে বন্ড সুবিধায় আনা ১৬ হাজার ৮০০ কেজির একটি কম্বলের কাপড়ের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়।

মেসার্স থ্রিএন ফ্যাশন (বিডি) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর দিয়ে চালানটি (বি/ই নম্বর সি-৯৯০৪৬৫) আমদানি করে।

চালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট সৈয়দ ট্রেড।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, শতভাগ কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে ১৬ হাজার ৮০০ কেজি ব্লাংকেট ফেব্রিক্স বা কম্বলের কাপড় পাওয়া যায়।

অর্থাৎ আমদানি করা পণ্যচালানটি ঘোষণা বহির্ভূত এবং IM7-এর পরিবর্তে IM4-এ শুল্কায়ন যোগ্য।

চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ৪৯ লাখ ২৭ হাজার ৪৪০ টাকা এবং মোট শুল্ককরাদির পরিমাণ ৪৫ লাখ ৩৮ হাজার ১৩৭ টাকা। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানটির মোট  মূল্য দাঁড়ায় ৯৪ লাখ ৬৫ হাজার ৫৭৭ টাকা।

ন্যায় নির্ণয়সহ শুল্ককরাদি আদায়ের জন্য কাস্টম হাউসের কমিশনার বরাবর পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।