ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের অবদান অনেক: দিদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের অবদান অনেক: দিদার ...

চট্টগ্রাম: শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের অনেক অবদান রয়েছে। একসময় সময়মত বই না পেলেও, বর্তমানে বছরের শুরুতে বই পাচ্ছে শিক্ষার্থীরা।

শনিবার (১২ জানুয়ারি) খাগড়াছড়ির হোসনে আরা মঞ্জুর বিদ্যানিকেতন প্রাথমিক বিদ্যালয়ে মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার আয়োজিত বিদ্যালয়টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ সদস্য দিদারুল আলম।

তিনি বলেন, শুধু বছরের শুরুতে বই বিতরন নয়, বর্তমান সরকারের আমলে লেখা পড়ারও ব্যাপক উন্নতি ঘটেছে।

ফলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।

...পরে শীতার্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন দিদার।

বিদ্যালয়ের পরিচালক নিজামুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক তপু ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নব কুমার চাকমা, স্থানীয় মেয়র মো. রফিকুল আলম,সীতাকুণ্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মো. সারওয়ার আলম,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইদ্রীস, সীতাকুণ্ড ইউনিয়ন চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, তাজুল ইসলাম নিজামী, জাহেদ হোসেন নিজামী, সাদাকাত উল্ল্যাহ মিয়াজী, কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, শফিউল আলম মুরাদ, দিদারুল আলম এ্যাপোলো, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীনা ত্রিপুরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।