ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা ৫০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা ৫০ হাজার

চট্টগ্রাম: মেয়াদোত্তীর্ণ, অবৈধ ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামের তিনটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

 

ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান বাংলানিউজকে বলেন, কোতোয়ালী থানার কেসি দে রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়।

এই সময় তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অবৈধ ওষুধ পাওয়া যায়।  

তিনি বলেন, অভিযানে মা মনি ফার্মেসিকে ২০ হাজার, স্বদেশ মেডিকোকে ১০ হাজার ও মডার্ন হারবালকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।  

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বাংলানিউজকে বলেন, 'ওষুধ আইন-১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রি করার দায়ে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।