ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে চোরাই মোবাইল বিক্রির সময় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
অনলাইনে চোরাই মোবাইল বিক্রির সময় আটক ২

চট্টগ্রাম: অনলাইনে চোরাই মোবাইল বিক্রির সময় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৪টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় নগরের কোতোয়ালি থানাধীন তামাকুমণ্ডি লেইন সংলগ্ন মক্কা টাওয়ারের তৃতীয় তলার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- মামুনুর রশিদ আরফাত (২৮) ও  মো. মুন্না (২৪)।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের তামাকুমণ্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতি মক্কা টাওয়ারের তৃতীয় তলার সামনে থেকে থেকে দুইজন চোরাই মোবাইল বিক্রেতাকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪টি চোরাই মোবাইল জব্দ করা হয়।  
                                         
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের নিউ মার্কেট এলাকা থেকে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে চোরাই মোবাইল বিক্রির কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ৪টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।