ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ড. ধর্মসেন মহাস্থবিরের প্রতি শ্রদ্ধা জানালেন আমীর খসরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ড. ধর্মসেন মহাস্থবিরের প্রতি শ্রদ্ধা জানালেন আমীর খসরু ড. ধর্মসেন মহাস্থবিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম: পটিয়া উপজেলার ঊনাইনপুরা লংকারাম বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. ধর্মসেন মহাস্থবিরের প্রতি শ্রদ্ধা জানিয়েছ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।   

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ড. ধর্মসেন মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

 

তিনি বলেন, সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু। তিনি প্রতিটি ধর্মের মানুষের সঙ্গে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।  

বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পিআর বড়ুয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সুকমল বড়ুয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, জেলা বিএনপির সিনিয়র সদস্য এনামুল এনাম, সুশীল বড়ুয়া, মোস্তাক আহমদ খান, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ মহাস্থবির, অজিত রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, প্রধান সমন্বয়কারী সবুজ বড়ুয়া সাজু, পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলম, চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, রেজাউল করিম নেছার চেয়ারম্যান, খলিলুর রহমান বাবু, মনির আহমদ সেলিম, সাইফুদ্দিন আহমদ ও গাজী মো. তাহের।  

আলোচনা সভার আগে বিএনপির প্রতিনিধি দল ড. ধর্মসেন মহাস্থবিরের মরদেহে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।