ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা কেড়ে নিলো বর্ষবরণের আয়োজন, নিস্তব্ধ ডিসি হিল-সিআরবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
করোনা কেড়ে নিলো বর্ষবরণের আয়োজন, নিস্তব্ধ ডিসি হিল-সিআরবি ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: করোনার সংক্রমণ শুরুর পর গতবছরের মতো এবারও বাতিল হওয়া বাংলা বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠানের কেন্দ্রস্থল ডিসি হিল-সিআরবি এখন নীরব-নিস্তব্ধ।

লকডাউনের কারণে এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল মাঠ, জামালখানের ডা. খাস্তগীর স্কুল মাঠ, জেএম সেন হল, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি), পতেঙ্গা সমুদ্র সৈকত কোথাও নেই নববর্ষের আয়োজন।

চৈত্রের শেষদিন বর্ষবিদায় ও পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষে জনসমুদ্রে পরিণত হতো ডিসি হিল ও সিআরবি। সড়কে চলতো বৈশাখী মেলার জন্য জায়গা দখলের প্রতিযোগিতা, কিংবা তারুণ্যের হাতে আঁকা আল্পনাও।

নৈসর্গিক সৌন্দর্যে অপরূপ সিআরবির শিরীষতলায় লালদীঘির জব্বারের বলীখেলার মতো সাহাবউদ্দিনের বলীখেলাও দেখছেন না চট্টগ্রামবাসী। নেই হালখাতা খোলা, আপ্যায়ন ও পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পহেলা বৈশাখে বের করা হয়নি মঙ্গল শোভাযাত্রা। তবে চট্টগ্রামে বোধন, প্রমা, তারুণ্যের উচ্ছ্বাসসহ বেশ কিছু সংগঠন ডিজিটালি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে বর্ষবরণ অনুষ্ঠান করছে।

নববর্ষ উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শেখ শওকত ইকবাল চৌধুরী বাংলানিউজকে বলেন, করোনা কেড়ে নিয়েছে বর্ষবরণের সব আয়োজন। এই দিনটাতে মানুষের সমাগমে মুখরিত থাকতো ডিসি হিল-সিআরবি সহ পুরো নগর। মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় আমরা এবছর সরকারি নির্দেশনা মেনে সব আয়োজন থেকে সরে এসেছি।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।