ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু ...

চট্টগ্রাম: মাদক মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা মো. হোসেন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আবুল হোসেনের ছেলে।

 

বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।  

মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় এ কারাগারে বন্দি ছিলেন মো. হোসেন।

বুধবার সকালে হঠাৎ কারাগারের ভেতর বুকে ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়।  একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জেলার আরও জানান, বন্দি মো. হোসেন হৃদরোগে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।