ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ভালোবাসার থলে’ পেলেন ১০০ পরিবহন শ্রমিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
‘ভালোবাসার থলে’ পেলেন ১০০ পরিবহন শ্রমিক ...

চট্টগ্রাম: ভালোবাসার থলে। যাতে ছিল চাল, ছোলা, চিনি, চিঁড়া, পেঁয়াজ, তেল মিলে ২০ কেজি নিত্যপণ্য।

বুধবার (১৪ এপ্রিল) সর্বাত্মক লকডাউনে অসহায় ১০০ পরিবহন শ্রমিকের হাতে এ থলে উপহার দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে জানান, দূরপাল্লার যেসব গণপরিবহন প্রকৃত লকডাউনের আওতায় রয়েছে সেগুলোর শ্রমিক এবং যারা দৈনিক বেতনের কর্মচারী ছিলেন তাদের এ সহায়তা দেওয়া হয়েছে।

এসব কর্মচারী কেবল গাড়ি চললেই দৈনিক বেতন পেতেন তাই তাদের সুরক্ষার জন্য উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেওয়া হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের সামনে রাখা ভালোবাসার থলে পরিবহন শ্রমিকরা এসে হাসিমুখে নিয়ে গেছেন। নাঙলমোড়া ইউনিয়নের একজন বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা প্রশাসনের এ কাজে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।