ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুটবল খেলার আয়োজন বন্ধ করলেন ইউএনও 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
ফুটবল খেলার আয়োজন বন্ধ করলেন ইউএনও  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হাটহাজারীর ছিপাতলী ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গুমান মর্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পৃথক দুটি ফুটবল খেলা বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।  

শুক্রবার (২৩ জুলাই) বিকেলের দিকে ‘কঠোর বিধি-নিষেধ’ অমান্য করে ফুটবল খেলা আয়োজনের খবর পেয়ে অভিযান চালান ইউএনও।

এসময় সেখানে জনসমাগম দেখা যায়। ফুটবল খেলা বন্ধ করে দিয়ে আয়োজকদের সতর্ক করে দেন তিনি।
 

এছাড়া লকডাউন বাস্তবায়নে সকাল থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন ইউএনও। এসময় ৩টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, বিধিনিষেধ অমান্য করে ছিপাতলী ও গুমান মর্দনে দুটি ফুটবল খেলার আয়োজন করা হয়। সেখানে অধিক মানুষের সমাগম হয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়ায় ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।