ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আহমদ হোসেন (৫৫) নামে এক কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

 

আহমদ হোসেন লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে দুর্লভের পাড়ার মৃত আমিন শরীফের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির বন্দি নম্বর-৫০৯।

 

কারাগার সূত্রে জানা যায়, আদালত ২০১৬ সালের ২৭ জুন আহমদ হোসেনকে কারাগারে পাঠান। পটিয়া থানার-৪০ (৬)১৬, জি আর-১৬৪/১৬ মামলায় চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত  ২০১৮ সালের ১০ এপ্রিল রায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

২০১৮ সালের ২২ অক্টোবর লোহাগাড়া থানার মামলা নম্বর ৬(৭)৯৩, জি আর-৪৬/৯৩ ও দায়রা মামলা নম্বর-২৬৭/৯৭ অতিরিক্ত জেলা জজ দেউলিয়া বিষয়ক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আর ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন আহমদ হোসেন ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আহমদ হোসেন কয়েদি হিসেবে পদ্মা-১৫  নম্বর ওয়ার্ডের বন্দি ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা সত্বেও শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।