ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অক্টোবরেই নতুন শাটল ট্রেন পাচ্ছে চবি! 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
অক্টোবরেই নতুন শাটল ট্রেন পাচ্ছে চবি!  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অক্টোবর মাস আসতে বাকি আর মাত্র ৫ দিন। কিন্তু হঠাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ঘোষণা দিলেন অক্টোবরের শুরুতে নতুন দুটি শাটল ট্রেন পাচ্ছে চবি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সিনেট সভার প্রশ্ন-উত্তর পর্বে এ কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।  

উপাচার্য বলেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে আমার কথা হয়েছে।

তিনি অক্টোবরের শুরুতে দুটি শাটল ট্রেন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তির লাঘব হবে।

এর আগে ২০১৯ সালের জুলাই মাসে শাটল ট্রেনে চড়ে ক্যাম্পাসে এসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ১৫-১৬ বগিবিশিষ্ট একটি আধুনিক ট্রেন দেওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।