ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫ দফা দাবিতে চবি কর্মকর্তা-কর্মচারিদের আল্টিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
৫ দফা দাবিতে চবি কর্মকর্তা-কর্মচারিদের আল্টিমেটাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রশাসক পদ বাতিলসহ ৫ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মকর্তা- কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদ।  

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে দাবি ৫টি উল্লেখ করে তা বাস্তবায়নে আগামী ১০ অক্টোবরের মধ্যে সময়সীমা বেধে দেওয়া হয়।

দাবিগুলো হলো, প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার।

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নির্বাচনী বোর্ড সভা বাস্তবায়ন। কর্মকর্তাদের ডিউ ডেইট সুবিধা পূর্বের ন্যায় বহাল রাখা। তৃতীয় শ্রেণী কর্মচারীদের পদোন্নতির নীতিমালা সংশোধন-সংযোজন পূর্বক সময়োপযোগী করা। ওয়ারিশ সূত্রে চাকরি নিশ্চিত করতে ২০০২ সালে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৯১তম সভার ৯ (১) সিদ্ধান্ত বাস্তবায়ন।

চবি কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন,  এ দাবিগুলো আমরা দীর্ঘদিন ধরেই জানিয়ে এসেছি। নানা টালবাহানা দিয়ে আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আগামী ১০ তারিখের মধ্যে দাবি মানা না হলে আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।  

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, স্মারকলিপি উপাচার্যের কাছে জমা দেবো। বিষয়টি তিনি দেখবেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।