ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি চান নির্মূল কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি চান নির্মূল কমিটি 

চট্টগ্রাম: সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজায় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত এ ঘটনায় উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি।

তারই পরিণতিতে গত কয়েকদিন ধরে দেশব্যাপী পূজামণ্ডপে লুটপাট অগ্নিসংযোগের মত ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক বিষবাষ্পকে প্রতিহত না করার ক্ষেত্রে রাষ্ট্রের নীরবতা এবং বিচারহীনতার সংস্কৃতির দায় রয়েছে। এ দায় এড়িয়ে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে অস্বীকার করা হবে। দ্রুত এ সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

জেলা নির্মূল কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শওকত বাঙালি।

প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
 
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, নারীনেত্রী নুরজাহান খান, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, অবিনাশী ৭১’র সদস্য জুলকার নাইন সুমন, চসিক সংগীত শিক্ষক অচিন্ত্য কুমার দাস, সাংবাদিক চৌধুরী মো. আহছান খুররম, আশীষ আচার্য্য, দেবাশীষ আচার্য্য, কাজী রাজিশ ইমরান, সংগঠনের জেলা সহ-সভাপতি দীপঙ্কর চৌধুরী কাজল, অ্যাডভোকেট মিলি চৌধুরী, মো. হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, এ কে এম জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, অসিত বরণ বিশ্বাস, সহ মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, সহ প্রচার সম্পাদক রুবেল চৌধুরী, প্রকাশনা সম্পাদক মনজুর হোসাইন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোজাহেরুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমআর/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।