ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাল শুরু চবির ভর্তি যুদ্ধ, নিরাপত্তার চাদরে ক্যাম্পাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
কাল শুরু চবির ভর্তি যুদ্ধ, নিরাপত্তার চাদরে ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ভর্তি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ৩টায় সংবাদ সম্মেলনে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এ তথ্য জানান।  

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান ও প্রক্টরিয়ার বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তিযুদ্ধ। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট, ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর দুই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘এ’ ইউনিটে পরীক্ষা দেবে ৬৮ হাজার ১১০ জন। ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৬৬৭ জন। ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন। ‘ডি’ ইউনিটে ৫৪ হাজার ২৪৪ জন। ‘বি-১’ উপ-ইউনিটে ২০২০ জন। ‘ডি-১’ উপ-ইউনিটে ২ হাজার ৯০২ জন। সব পরীক্ষা একাধিক শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬১ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য লড়বেন ৩৭ জন শিক্ষার্থী। সকালের শিফটে ভর্তি পরীক্ষার্থীরা ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর (OMR) ফরম দেওয়া হবে ১০টা ১৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে বেলা ১১ টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টায়। এছাড়া দুপুরের শিফটে পরীক্ষার্থীরা ২টা ১৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম দেওয়া হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাদা পোশাকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭০০ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া জালিয়াতি রোধে প্রক্টরিয়াল বডি ও বিশেষ টিম রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরীক্ষার সময় প্রতিদিন চলবে ১১ জোড়া ট্রেন। পাশাপাশি আমাদের মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হলগুলোতে বিশ্রামের ব্যবস্থা থাকবে।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্নফাঁস বা জালিয়াতির কোনো রেকর্ড নেই। আমরা এবার সবধরণের ব্যবস্থা নিয়েছি। সবার সহযোগিতায় আমরা আশাকরি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।