ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২০ দিন পর বাড়ি ফিরলেন মাহাদি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
২০ দিন পর বাড়ি ফিরলেন মাহাদি মাহাদি জে আকিব ২০ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

চট্টগ্রাম: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্র মাহাদি জে আকিব ২০ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

তাকে পরিবার কুমিল্লায় বাড়িতে নিয়ে গেছেন।

হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, মাহাদি এখন বেশ সুস্থ।

আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সে হাঁটাচলা করছে। মাথা যে অংশে আঘাত পেয়েছে সেখানে চামড়ার মতো আবরণ তৈরি হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর তার মাথার হাড়ের অংশটি প্রতিস্থাপন করা হবে।

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে গত ৩০ অক্টোবর সকালে চমেক ক্যাম্পাসের সামনে রাস্তায় দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগকর্মী মাহাদি জে আকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।