ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ ঔষধ গোডাউনে অভিযান, জরিমানা ৫০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
অবৈধ ঔষধ গোডাউনে অভিযান, জরিমানা ৫০ হাজার অবৈধ ঔষধ গোডাউনে অভিযান

চট্টগ্রাম: নগরের মুরাদপুর এলাকায় অবৈধ ঔষধ গোডাউনে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান। এ অভিযানে মো. হারুন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে নগরের  মুরাদপুরের বিবিরহাট এলাকার দিদার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত ঔষধ ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম এবং থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, নগরের মুরাদপুর এলাকায় অবৈধ ঔষধ গোডাউনে অভিযান পরিচালনা করে মো. হারুন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও তাকে সর্তক করা হয়েছে। জেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।  

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
বিই/টিসি/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।