ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে ফেলে আসা ব্যাগ ফিরে পেলেন পারভিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ট্রেনে ফেলে আসা ব্যাগ ফিরে পেলেন পারভিন

চট্টগ্রাম: ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ভুলবশত পারভিন আখতার নামে এক যাত্রী তার ব্যাগ ফেলে আসেন। পরে ট্রেন পরিষ্কার করার সময় সেটি চোখে পড়ে রেলওয়ে কর্মচারীদের।

তারা ব্যাগটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন এবং পরে তা ব্যাগটির মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ব্যাগটি ফেলে যান যাত্রী পারভিন।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ভুলবশত পারভিন আখতার তার ব্যাগ ফেলে যান। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তথ্যসেবাকেন্দ্রে যোগাযোগ করলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে ব্যাগ ফিরে দেয় কর্তৃপক্ষ। ব্যাগে তার সার্টিফিকেট, নগদ ৩০ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র ছিল।

চট্টগ্রাম রেলস্টেশনের হেড অব টিকিট কালেক্টর তানভীর আহমেদ মিশুক বাংলানিউজকে বলেন, পারভিন আখতার নামে এক যাত্রী তার ব্যাগ ফেলে যান। পরবর্তীতে উপযুক্ত প্রমাণ দিয়ে যাত্রীর আত্মীয় এসে ব্যাগটি বুঝে নেন। ব্যাগে ৩০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
বিই/টিসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।