ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেক্টর কমান্ডারস ফোরামের সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
সেক্টর কমান্ডারস ফোরামের সভা  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  

বুধবার (১ ডিসেম্বর) বিকেলে সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন  সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী।

 

আলোচনায় অংশ নেন   বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ, মো. সেলিম চৌধুরী, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশি, জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, মো. কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, ফারজানা মিলা, রাজীব চন্দ, কোহিনুর আকতার, এস এম রাফি, মো.খালেদুজ্জামান, সাজ্জাদ হোসেন প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, ডিসেম্বর বাঙালির বিজয়ের গৌরবময় মাস।

জাতির জনক বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত দেশ ও পতাকার জন্য মৃত্যুঞ্জয় মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন। সেই বীর সন্তানদের অবদান স্মরণীয় বরণীয় করতে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যা রাষ্ট্রীয়ভাবে  জাতীয় দিবস হিসেবে ঘোষণা এখন সময়ের দাবি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।