ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১২ দিন পর করোনাশূন্য চট্টগ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
১২ দিন পর করোনাশূন্য চট্টগ্রাম প্রতীকী ছবি।

চট্টগ্রাম: দীর্ঘ ১২ দিন পর আবারও চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের ঘরে নেমেছে । একইসঙ্গে পার হয়েছে মৃত্যুশূন্য একদিন।

এর আগে গত ২২ নভেম্বর করোনাশূন্য ছিল চট্টগ্রাম।

শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ১ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়।

 

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১০০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয় এবং ১১ জুলাই প্রথম মৃত্যু হয় চট্টগ্রামে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad