ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে রেল গেটে শাটলের সঙ্গে সিএনজির ধাক্কা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
চট্টগ্রামে রেল গেটে শাটলের সঙ্গে সিএনজির ধাক্কা  ...

চট্টগ্রাম: নগরের কদমতলী রেল গেটে বিশ্ববিদ্যালয় থেকে আসা ১৪০ নম্বর শাটল ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগেছে। তবে এতে কেউ হতাহত হননি।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী রেলক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ওসি নাজিম উদ্দিন।

 

তিনি বলেন, একটি সিএনজি অটোরিকশা বিপরীত পাশ থেকে এসে রেলক্রসিংয়ে ঢুকে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা শাটল ট্রেনকে বিপরীত পাশ থেকে আসা সিএনজি অটোরিকশা ধাক্কা মারে। এতে সিএনজি উল্টে যায়। শাটল ট্রেনটি যথা সময়ে বটতলী স্টেশনে চলে আসে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।