ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীরা বৃহস্পতিবার টিকা পাচ্ছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীরা বৃহস্পতিবার টিকা পাচ্ছেন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে টিকা দেওয়া শুরু হবে।

বুধবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, চট্টগ্রামে করোনার টিকার কার্যক্রম জোরদার করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাড়ে সাতশ’ বন্দীকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা দেওয়া হবে। ইতিমধ্যে টিকা দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে করা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রায় সোয়া আট হাজার বন্দী রয়েছেন। করোনার টিকা দেওয়ার জন্য কারাগারের ভেতর দুটি কক্ষে আটটি বুথ করা হয়েছে। বন্দীদের ফাইজারের টিকা দেওয়া হবে।

গত বছরের এপ্রিল থেকে করোনা সংক্রমণ এড়াতে চট্টগ্রাম কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তবে বন্দীদের কারা কর্মকর্তাদের উপস্থিতিতে ভেতর থেকে স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১ 
এমআই/বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad