ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্ন ইউনিভার্সিটির ২৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
সাদার্ন ইউনিভার্সিটির ২৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ২৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের ডিগ্রি অনুমোদন, সমাবর্তন নিয়ে আলোচনা, অ্যাকাডেমিক পারফর্মেন্স রিপোর্ট, মাস্টার্স প্রোগ্রামের রিভাইসড পাঠ্যক্রম কাঠামোর অনুমোদন, স্নাতক অ্যাকাডেমিক অর্ডিনেন্সের অনুমোদন দেওয়া হয়।

 

এসময় অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, সাদার্ন একাডেমিক কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. শওকতুল মেহের, অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানরা।

 

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।