চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক আলহাজ¦ এম এ মালেকসহ ক্লাবের অসুস্থ সদস্যদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ জানুয়ারি) প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।
যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক চট্টগ্রাম তথা বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃৎ। তিনি চট্টগ্রামের সাংবাদিকদের অভিভাবক।
দোয়া মাহফিলে করোনা আক্রান্ত এম এ মালেক, প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাসির উদ্দিনসহ ক্লাবের অসুস্থ সদস্য ও তাদের পরিবারবর্গের দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত শাহ আনিস (রঃ) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন।
এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সহ সভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, মহসিন চৌধুরী, শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, স্থায়ী সদস্য ইসকান্দর আলী চৌধুরী, এস এম আতিকুর রহমান, নাসির উদ্দিন তোতা, মোহাম্মদ ফারুক, আলমগীর সবুজ, আবুল হাসনাত, বিপুল বড়ুয়া, তপন দাশ বর্মন, সুভাষ কারণ, নুরউদ্দিন আহমদ, শামসুল হুদা মিন্টু, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মান্নান মেহেদী, সোহেল রানা, কুতুব উদ্দিন, রতন বড়ুয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমআর/টিসি