চট্টগ্রাম: সীতাকুণ্ডে সমুদ্রে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার সাগরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সামিউর রহমান বাংলানিউজকে বলেন, সাগরে জাল তুলতে গিয়ে জেলেদের জালে মরদেহটি পাওয়া যায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি প্রায় অর্ধগলিত। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এমআর/টিসি