চট্টগ্রাম: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রাইসুল হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) জহিরুল ইমলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা বড় প্রাইম মুবার গাড়ির (লরি) সঙ্গে পতেঙ্গা মুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে রাইসুল হাসানের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমআর/টিসি