ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিলো ‘কানেক্ট দ্য ডটস’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিলো ‘কানেক্ট দ্য ডটস’ 

চট্টগ্রাম: জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে ‘কানেক্ট দ্য ডটস’ ফাউন্ডেশন।  

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির কাছে সরঞ্জামাদি হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন এবং ট্রাস্টি সহকারী অধ্যাপক ডা. তৌহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, ডা. মোমেন এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জামাল মোস্তাফা ।  

প্রসঙ্গত, ‘কানেক্ট দ্য ডটস’ সারাদেশে জরুরি ওষুধ সরবরাহ, অক্সিজেন সিলিন্ডার ব্যাংক তৈরি করে বিনামূল্যে করোনা রোগীদের সরবরাহ করে থাকে।

পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘ মেয়াদী বৃত্তি, নিম্ন মধ্যবিত্তদের জন্য খাবারসহ নানা সেবামুলক কাজ করছে ফাউন্ডেশনটি ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।